ডিজিটাল নিরাপত্তা আইনে সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, এস এ টিভির প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চল কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদারের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহ সভাপতি নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি বুরহান উদ্দিন, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি শামীম আহমদ তালুকদার ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।
উল্লেখ্য, গত ৪ মে মাহতাব উদ্দিন তালুকদার তার ফেইসবুকে আইডিতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যকে দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে অসত্য পোস্ট দিলে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মপাশা থানায় মামলা দায়ের হয়। পুলিশ রাতেই মাহতাব উদ্দিন তালুকদারকে গ্রেফতার করে।
Leave a Reply