জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে মাস্ক ব্যবহার না করাসহ সরকারি নির্দেশনা অমান্য করায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করা ও মাস্ক ব্যবহার না করায় ২৩ ব্যক্তির নিকট থেকে এই জরিমানা আদায় করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম। এসময় তিনি মাস্ক ব্যবহার করার বিষয়ে লোকজনকে সচেতনও করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে জুড়ী থানা পুলিশ।
ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম জানান, করোনায় জুড়ী উপজেলাও ঝুঁকিপূর্ণ।
Leave a Reply