নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখপত্র `আল-ইসলাহ’ দেশের প্রাচীনতম বাংলা মাসিক পত্রিকা। প্রকাশিত হচ্ছে ১৯৩২ সাল থেকে। এখনও হচ্ছে। তবে নিয়মিত নয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেটের মুসলমান সমাজকে মাতৃভাষাচর্চায় আগ্রহী করে তোলার লক্ষ্যে মুহম্মদ নূরুল হক ছাত্র অবস্থায় হাতে লেখা ত্রৈমাসিক ‘অভিযান’ পত্রিকা বের করেন। পরবর্তীকালে ১৯৩২ সালে পত্রিকাটি মুদ্রণের সিদ্ধান্ত নেন। এ সময়ে ‘অভিযান’ নামটি পরিবর্তিত হয়ে ‘আল-ইসলাহ’ নামে রূপান্তরিত হয়।
১৩৩৯ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (নভেম্বর-ডিসেম্বর ১৯৩২) ‘আল-ইসলাহ’র প্রথম সংখ্যা প্রকাশিত হয়। প্রথম বর্ষ থেকে একাদশ বর্ষ (অগ্রহায়ণ ১৩৩৯-চৈত্র ১৩৫৬) পর্যন্ত প্রকাশের পর পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ১৩৬৩ বাংলা থেকে ‘আল-ইসলাহ’র দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরু হয়।
পাকিস্তান আমলেও ’আল-ইসলাহ’ ছিল দেশের প্রাচীনতম বাংলা মাসিক পত্রিকা। ১৯৬৩ সালের ১৪ আগস্ট বুধবার সুনামগঞ্জ থেকে প্রকাশিত পাক্ষিক ‘সুরমা’ পত্রিকার (ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ আবদুল হাই বি এ) ২১ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত একটি বিজ্ঞাপন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপনটি ছিল এ রকম : পাকিস্তানের প্রাচীনতম বাংলা মাসিক “আল্-ইসলাহ”
(সিলহেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখপত্র) সম্পাদক—মওলবী মুহম্মদ নূরুল হক
১৩৭০ বাংলার বৈশাখ হইতে ৩২শ বর্ষে পদাৰ্পণ করিয়াছে। এই বর্ষে “আল্-ইসলাহ” সুন্দর অঙ্গ সজ্জায় শোভিত হইয়া প্রত্যেক মাসে প্রকাশিত হইতেছে। নিয়মিত গল্প, প্রবন্ধ, কবিতা ছাড়াও ইহাতে আছে শ্রেষ্ঠ লেখক লেখিকাদের মননশীল রচনা সমূহ ।
৩১শ বর্ষের ১ম সংখ্যা হইতে যাহারা গ্রাহক হইতে চান, তাঁহারা এখনই অর্ডার দিন। বার্ষিক চাঁদা সাধারণ ডাকে ৬ টাকা, ষান্মাষিক ৩ টাকা; রেজেষ্ট্রী ডাকে বাৰ্ষিক চাঁদা ১২ টাকা, যান্মাষিক ৬ টাকা। বিদেশে পাকিস্তানী মুদ্রায় সমানুপাতিক হার ও তৎসহ অতিরিক্ত ডাকমাণ্ডল ।
কর্মাধ্যক্ষ—”আল-ইসলাহ”
জিন্নাহ হল, দরগাহ মহল্লাহ, সিল্হেট (ই. পি)।
Leave a Reply