মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার উন্নয়নের রুপকার ড মাহাথির মোহাম্মদের সাথে ইউকে জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ বুধবার বিকাল সাড়ে ৩টায় তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি প্রবাসী কমিউনিটি নেতা কামরুল হোসেন ও গোলজার হোসেন।
প্রায় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাতে মুসলিম বিশ্বের উন্নয়ন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সুসম্পর্ক সহ উন্নয়ন মূলক দ্বিপাক্ষিক আলোচনা হয়।
মাওলানা শোয়াইব আহমদকে ইসলাম, মুসলমান ও বাংলদেশের উন্নয়নে তার পক্ষ সর্বপ্রকার সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে আশ্বস্থ করেন ড মাহাথির মোহাম্মদ।
মাওলানা শোয়াইব আহমদ সাবেক এই প্রধানমন্ত্রীকে তার দল ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান।
Leave a Reply