বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেছেন, সড়ক পরিবহণ আইন ২০১৭ মালিক-শ্রমিক স্বার্থ বিরোধী হওয়ায় অবিলম্বে বাতিল করতে হবে।
সড়ক পরিবহণ আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
রবিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি দিলু মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি জাকারিয়া আহমদ, সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির সহ সভাপতি মতছির আলী, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক গ্রুপের সহ সম্পাদক কল্লক চৌধুরী, জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আজাদ মিয়া, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান প্রমুখ।
Leave a Reply