উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : মালিক-শ্রমিক বিরোধের জের ধরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে প্রায় ১৫ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎচালিত অটোরিকশার জন্যে ঠিক মতো গাড়ি চালাতে না পারা, কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়া ও মালিকদের সঙ্গে আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধকে কেন্দ্র করে হঠাৎ গত ১৪ জুলাই থেকে বাস শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ করে দেন।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এই সড়কে প্রতিদিন ২৫-৩০ হাজার যাত্রী আসা-যাওয়া করেন। তারা এখন বাধ্য হয়ে অধিক ভাড়ায় সিএনজি ও বিদ্যুৎচালিত অটোরিকশাযোগে চলাচল করছেন।
কয়েক দফা বৈঠকের পরও মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের আপস না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বেড়ে যাচ্ছে।
নবীগঞ্জ-হবিগঞ্জ বাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সামাদ অভিযোগ করেন, অটোরিকশার জন্য তারা যেমনি ঠিকমতো গাড়ি চালাতে পারছেননা তেমনি আয় কমে যাওয়ায় তাদের ছেলে মেয়েদের না খেয়ে থাকতে হচ্ছে। মালিক পক্ষ থেকেও কোন ধরনের সহযোগিতা করা হচ্ছেনা।
হবিগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদাক মো সজীব আলী বলেন, মালিক-শ্রমিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্ক শুভ রায় বলেন, অচিরেই শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে। তবে প্রশাসন অটোরিকশা চলাচল বন্ধ না করলে এই রুট চালু রাখা তদের পক্ষে কষ্টসাধ্য হবে।
এ ব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, বাস চলাচল বন্ধের ব্যপারে মালিক-শ্রমিক কোন পক্ষই তার সঙ্গে যোগাযোগ করেননি। তবু শীঘ্রই বাস চলাচল শুরুর ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply