নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যুবলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির জন্য সন্ত্রাসীরা হামলা করেছে বলে জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা অভিযোগ করেছেন।
বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্যে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, চাঁদাবাজরা যুবলীগের নেতৃত্বে থাকলে আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন হবে।
আরো অভিযোগ করা হয়, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সহ অন্য নেতাদের হত্যার উদ্দেশ্যে ১৭ অক্টোবর কেন্দ্রীয় বাস টার্মিনালে হামলা চালিয়ে ও গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন লস্কর, সহ সভাপতি আব্দুর রহিম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিরণ মিয়া, টেম্পু শ্রমিক ইউনিয়েনের সাধারণ সম্পাদক ইনসান আলী প্রমুখ।
Leave a Reply