হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, মুজিববর্ষকে সামনে রেখে দলের সকল শাখা সম্মেলন মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হবে।
তিনি আরো বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করতে হবে।
বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ টাউন হলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সাখাওয়াত হোসেন শফিক দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে ও সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর সঞ্চালনায় বর্ধিত সভায় আরো বক্তৃতা করেন, সাংসদ শাহনেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, আরব আলী, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আবুল ফজল, আব্দুল কাদির চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল মতিন ও সাফাওয়াত হোসেন মোহন সহ জেলা ও সকল উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠের নেতৃবৃন্দ।
Leave a Reply