বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম বিশ্বনাথে আসায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর পয়েন্টে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা শেষে তাহসিনা রুশদীর লুনাকে রশীদপুর পয়েন্ট থেকে দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় রামধানা গ্রামের বাড়িতে নিয়ে যান।
রশিদপুর পয়েন্টে আয়োজিত পথসভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ইলিয়াস আলীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার তাকে গুম করে রেখেছে। মামলা-হামলা দিয়ে ইলিয়াস আলীর বিএনপিকে ধ্বংস করা যাবেনা। সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী শীঘ্রই ফিরে আসবেন।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো লিলু মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আবুল কালাম কছির, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মঈনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নবনিবাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।
Leave a Reply