নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশে দায়েরকৃত মামলার সুরাহা না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছেনা।
শনিবার দুপুরে মহানগরীর একটি অভিজাত হোটেলে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ব্যাপারে ফিলিপাইনে মামলা দায়ের হয়; কিন্তু এখন পর্যন্ত মামলাটির সুরাহা হয়নি। এ অবস্থায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে অসুবিধা হবে।
পানামা পেপার্স কেলেঙ্কারীতে বাংলাদেশীদের নাম আসার ব্যাপারে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অনেকের নাম এসেছে। তবে এটা ততটা সঠিক তথ্যনির্ভর নয়। দুর্নীতি দমন কমিশন-দুদক এ বিষয়ে তদন্ত করছে।
Leave a Reply