গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, মান সম্পন্ন শিক্ষার জন্যে শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিক হতে হবে।
তিনি জানিয়েছেন, বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষার জন্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের তালিকাভুক্ত করায় এ শিক্ষা প্রতিষ্ঠানে তাকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রধান শিক্ষক মো সেলিম উল্লাহর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গোপাল কৃঞ্চ দে চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ওসি দেলওয়ার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, আওয়ামী লীগ নেতা মাস্টার ইসমাইল আলী, সুভাষ চন্দ্র পাল ছানা ও সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন।
Leave a Reply