সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য; কিন্তু আওয়ামী লীগ মানুষের জন্য নয়।
তিনি আরও বলেছেন, বর্তমান সরকার মানুষের জন্য নয়, তারা হলো, নারী পাচারকারী, দাগি বাটপার ও দুর্নীতিবাজদের জন্য। আর বিএনপি হচ্ছে দেশের অবহেলিত মানুষদের জন্য। দেশের ৪০ শতাংশ মানুষ পানিবন্দি আর লক্ষকোটি জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি। কাজেই পানিবন্দি ও জীবনবন্দির মধ্যে কোন পার্থক্য নেই।
গয়েশ্বর চন্দ্র রায় শনিবার দুপুরে নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ জেপির সহযোগিতায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে বানভাসি ৪৫০ জন অসহায় নারীর মধ্যে ৫০০ টাকা করে বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নারী ও শিশু অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো আমিনুল হকের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত উল্ল্যাহ সফু, নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহসভাপতি আব্দুল লতিফ জেপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
Leave a Reply