নিজস্ব প্রতিবেদক : সিলেট-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী দিলদার হোসেন সেলিম বলেছেন, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী চরম নির্যাতন ও নিপীড়ন চালিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের আশাকে দুরাশায় পরিণত করেছে।
শুক্রবার দুপুরে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দিলদার হোসেন সেলিম তার নির্বাচনী এলাকায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর ‘নির্যাতন-নিপীড়ন’ ১৯৭১ সালের পরিস্থিতিতেও হার মানিয়েছে বলে দাবি করেন।
তিনি অভিযোগ করেন, সিলেট-৪ আসনভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত প্রায় আড়াইশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গায়েবি মামলা হয়েছ অন্ততঃ ১০টি। ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারণা চালাতে গেলেই বাধা দেয় পুলিশ। কোথাও পোস্টার সাঁটানোর সুযোগ নেই। আওয়ামী লীগ কর্মীরা নিজেদের নির্বাচনী কার্যালয় ও প্রচার গাড়িতে ককটেল ফুটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে।
আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদ এই আসনের জনরায় জোরপূর্বক ছিনিয়ে নিতে চান বলে দিলদার হোসেন সেলিম শংকা প্রকাশ করেন।
Leave a Reply