হবিগঞ্জ প্রতিনিধি : খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সহ ২০ দলীয় জোট নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবাধ, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ও ইভিএম প্রদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আহুত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
এতে বক্তৃতা করেন, খেলাফত মসলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের। তিনি বলেন, সরকার দেশে গণতন্ত্রের নামে নব্য বাকশাল কায়েম করেছে। দেশে এখন বিচার নেই, শাসন নেই। হরণ করা হয়েছে মানুষের বাকস্বাধীনতা। দেশ জুড়ে বিরাজ করছে বোবাকান্না। শুধু তাই নয়, দেশ পরিণত হয়েছে পুলিশি রাষ্ট্রে। মানুষের জীবনের নেই কোন নিরাপত্তা। প্রতিনিয়ত ঘটছে গুম ও খুনের মতো জঘন্য ঘটনা। হাজার হাজার গায়েবি মামলা দিয়ে বিরোধীমতের লক্ষাধিক নেতাকর্মীকে করা হয়েছে ঘরছাড়া। অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে। মানুষ এখন ভোটের অধিকার চায়, নিরাপদে ভোট দিতে চায় এবং পছন্দের মানুষকে ক্ষমতায় দেখতে চায়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খেলাফত মসলিসের সভাপতি মাওলানা হোসাইন আহমদ চৌধুরী ও সহ সভাপতি হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী প্রভাষক মোহাম্মদ আব্দুল করিম।
Leave a Reply