বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সিলেট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক যেহীন আহমদ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, যেহীন আহমদ মানুষকে ভালবাসতেন। মানুষের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। সারাজীবন মানুষের জন্যে কাজ করে গেছেন।
বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সিলেট শাখা শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ নাগরিক শোকসভার আয়োজন করে।
এতে বক্তারা যেহীন আহমদের কীর্তিময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের মানুষ তাকে চিরদিন স্মরণ করবে। নিজের কাজের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। তাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
অবসরপ্রাপ্ত কর্নেল মুক্তিযোদ্ধা এম এ সালামের সঞ্চালনায় নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড এ কে আব্দুল মুবিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী ডা মাহমুদ হাসান, ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ড মোস্তাক রাজা চৌধুরী, অধ্যাপক ডা জিয়া উদ্দিন, ডা মাহমুদ হাসান, সালাহ উদ্দিন পাশা, সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদির, সৈয়দ জাকির হোসেন, ড এম এ আহাদ, আব্দুল করিম কিম, ফসয়ল সামাদ চৌধুরী, হেলাল আহমদ চৌধুরী, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলু মোস্তফা রাজী, উবায়েদ বিন বাসিত সুমন, মোহাম্মদ আবিদ, ফাহিম সারওয়াত ও সাইস্তা ইসলাম।
নাগরিক শোকসভা উপলক্ষে যেহীন আহমদ স্মরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়।
Leave a Reply