ওসমানীনগর প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার, ২ ফেব্রুয়ারি (১৯ মাঘ) নিজের নির্বাচনী এলাকা সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
প্রতিমন্ত্রী প্রবাসী অধ্যুষিত তার নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সিলেট-২ আসনের সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাবেন।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের নেতা মবশ্বির আলী, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সৈয়দ এফতার হোসেন পিয়ার, ডা সাকির আহমদ শাহীন, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দাল মিয়া, আলাউর রহমান আলা ও নেফা মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, দপ্তর সম্পাদক সম্পাদক নাজমুল ইসলাম মুন্না প্রমুখ।
Leave a Reply