নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আবদুল মোমেন মানুষের কল্যাণে কাজ করলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
শুক্রবার বিকেলে মহানগরীর দরগা গেইটে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সিলেট সিটি করপোরেশন আয়োজিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় দুই মন্ত্রী এই আশ্বাস দেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের মানুষ কিছু না কিছু পায়। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী ভিন্ন রাজনৈতিক আদর্শের হতে পারেন; কিন্তু উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। সরকারের টাকা সঠিকভাবে কাজে লাগালে সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটে শিক্ষার অবস্থা খুব খারাপ। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। শিক্ষার হার বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে।
তিনি বলেন, সিলেট মহানগরীতে খেলার জন্য মাঠ নেই। তবে আশার খবর হলো, জেলা প্রশাসন কালাপাথরের মাঠটিকে নির্বাচন করেছে। এজন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে।
রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুতুবপালে রোহিঙ্গাদের জীবনমান খুব ঝুঁকিপূর্ণ। কিছু রোহিঙ্গা সমস্যা সৃষ্টি করছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এছাড়াও বিভাগীয় কমিশনার মো মসিউর রহমান এনডিসি, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ সিটি করপোরেশনের সকল কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply