মৌলভীবাজার প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
রবিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর এলাকায় বিচারপতি এস কে সিনহা স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহাও উপস্থিত ছিলেন। সুজিত কুমার সিনহার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
এছাড়া শিক্ষামন্ত্রী উপজেলা প্রশাসনের অর্থায়নে ৮০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান এবং একটি মন্দির ও শ্মশানঘাটের উদ্বোধন করেন।
Leave a Reply