সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানষীনগর গ্রামে সৌদি প্রবাসী মো নূর উদ্দিন সংবর্ধিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরব্বি আব্দুল হক। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জহির আলী, কয়েস আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো রুহুল আমিন তালুকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো শাহজাহান, জাহেদ আহমদ, নূর আহমদ, আমজাদ হোসেন, নজরুল ইসলাম, তাজ উদ্দিন, বাদশা আহমদ, হেলাল আহমদ, সাইস্তা মিয়া, ফয়েজ আহমদ, আবু বক্কর, জলিল আহমদ, মুন্না আহমদ, রুহুল, নূরুল আমিন, ইমরান, হাজির আলী, ডা উসমান মিয়া, খালেদ আহমদ, মো মছব্বির মিয়া, মো ময়না মিয়া, বাদশা মিয়া, মো কউছর, মো বাবুল ও সাজ্জাদ মিয়া। পরিচালনায় ছিলেন আব্দুল আজিজ।
Leave a Reply