স্টারলাইট একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বিত প্লাটফর্ম মানবিক ইউনিট স্টারলাইট একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার স্টার লাইট একাডেমি ক্যাম্পাসে ১২০টি হতদরিদ্র পরিবারে ঈদ আনন্দ ফুড প্যাকেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মানবিক ইউনিটের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল অধ্যক্ষ আনোয়ার আলীর সভাপতিত্বে ও ছাত্র-শিক্ষক সমন্বয়ক জাকারিয়া হোসাইন জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্টারলাইট কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম।
তিনি বলেন, স্টারলাইট একাডেমির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানবিকতার একটি অনুসরণীয় উদাহরণ স্থাপন করেছেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ জাহিদুজ্জামান স্বপন ও হিসাব রক্ষক শামীম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, মানবিক ইউনিটের সমন্বয়ক তানভীর।
উল্লেখ্য, প্রতিটি পরিবারকে ১ লিটার তেল, ১ কেজি ময়দা, ১ প্যাকেট নুডুলস, ৩ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ২০০ গ্রাম চা পাতা, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply