নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন আয়োজিত তিন দিনব্যাপী মৌলিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।
শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ও জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ওয়েছ খসরু। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলু। পরিচালনায় ছিলেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মুকিত রহমানী।
বৃহস্পতিবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। এতে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকরা প্রশিক্ষণ দেন।
Leave a Reply