জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মানবাধিকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, মানবাধিকার বিষয়ে পৃথিবীতে বিভিন্ন সভা, সেমিনার ও সিম্পোজিয়ামে যুগ যুগ ধরে আলোচনা হলেও বাস্তবে মানবাধিকার প্রতিষ্ঠিত হতে পারেনি।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সিআইসিজি ভবনে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক সম্মলনে তিনি বক্তৃতা করছিলেন।
রওশন এরশাদ বলেন, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ও ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের কারণে যুদ্ধ ও গৃহযুদ্ধ লেগে আছে। যুগযুগ ধরে পুরো বিশ্বে যুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে নারী ও শিশুসহ নিহত ও আহত হচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় বের করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা লাভ করে। তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশী প্রতিনিধিদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, সাংসদ আব্দুল মতিন খসরু, আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, মো হাবিবে মিল্লাত, রেজওয়ান আহমদ তৌফিক, নাসিমা ফেরদৌস, রওশন আরা মান্নান প্রমুখ।
Leave a Reply