সীমান্তিকের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটে ১ হাজার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে মহানগরীর মাছিমপুরে বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবীর সীমান্তিক কমপ্লেক্সের সামনে এই ইফতারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ, মহাসচিব ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো শামীম আহমদ, উপ নির্বাহী পরিচালক পারভেজ আলম ও কাজী হুমায়ূন কবীর, ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, পরিচালক-শিক্ষা আব্দুর রউফ তফাদার, নতুন দিন সীমান্তিকের প্রজেক্ট ম্যানেজার ডা মো রুহুল আমিন ও প্রজেক্ট ম্যানেজার ফাতেহা জান্নাত মৌ।
প্রধান অতিথির বক্তব্যে উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, মানবসম্পদ উন্নয়ন ও মানবতার কল্যাণে সীমান্তিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply