সিলেটের সাংবাদিক নেতারা ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের সভাপতি ও চ্যানেল এসের প্রধান প্রতিবেদক মঈন উদ্দিন মনজুর উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। ইমজা আয়োজিত কর্মসূচিতে সিলেট জেলা প্রেসক্লাব, ইমজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, ক্রীড়া লেখক সমিতি ও এম সি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইমজার সহসভাপতি ইকবাল মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদের পরিচালনায় মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এই হামলা স্বাধীন সাংবাদিকতার উপর হামলা। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল মালিক জাকা, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ হান্নান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, দৈনিক দুনিয়া আখেরাতের বার্তা সম্পাদক আমিরুল ইসলাম এহিয়া, সিরেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক আহবাব মুস্তফা খান, জ্যেষ্ঠ সাংবাদিক কাউসার চৌধুরী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply