নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, মানবপাচার মোকাবেলায় বাংলাদেশের সাথে কাজ করতে এবং পাচার থেকে বেঁচে যাওয়া মানুষের বিভিন্ন সুযোগ বাড়ানোতে যুক্তরাষ্ট্র সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছে।
বুধবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, অসহায় লোকদের নিকট থেকে পাচারকারীদের মুনাফার সুযোগ বানচাল করে দিতে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, শেভরনের মতো আমেরিকান কোম্পানিগুলো কেবল যে বাংলাদেশের জ্বালানি খাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নয়, এ দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতেও একটি বড় নিয়ামক হিসাবে ভূমিকা রাখছে।
Leave a Reply