নিজস্ব প্রতিবেদক : অবৈধপথে প্রবাস যাত্রাকালে ভূমধ্যসাগরে ট্রলার ডুবে ৩৬ বাংলাদেশী নাগরিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-৯ গ্রেফতার করেছে।
সোমবার বিকেলে র্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনের নেতৃত্বে সিলেটের বিশ্বনাথ উপজেলার কাঠলীপাড়া থেকে আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়।
এএসপি ওবাইন জানান, আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত ৬টি মামলা রয়েছে।
২০১৯ সালের ১১ মে ট্রলার ডুবির এই মর্মান্তিক ঘটনা ঘটে।
একই অভিযানে র্যাব-৯ সদস্যরা মানবপাচার মামলার আরেক পলাতক আসামি জিয়াউর রহমানকে বিশ্বনাথ উপজেলার রহমাননগর থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাকেও জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply