হবিগঞ্জ প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মধু মিয়া তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি শাহ আলম বুধবার দুপুর সাড়ে ১২টায় মধু মিয়া তালুকদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে এ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে সেখানে মামলা রয়েছে।
Leave a Reply