সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করেন তারা মহৎ হৃদয়ের অধিকারী। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও এই মহৎ প্রাণের অধিকারীরা এলাকার অসহায় দরিদ্র মানুষের কথা ভেবে সাহায্যের হাত প্রসারিত করে এলাকার মলিন মুখগুলোতে হাসি ফোটাতে চেষ্টা করেন।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণের ফেঞ্চুগঞ্জ প্রবাসী অনলাইন গ্রুপের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মো শহিদুর রহমান রোমানের সভাপতিত্বে ও মুহিবুর রহমান ইরানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ নূরুজ্জামান, সমাজসেবী আনসার আলী, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার মো আকরাম হোসেন ও বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন প্রাণের ফেঞ্চুগঞ্জ প্রবাসী অনলাইন গ্রুপের আতাউর রহমান রুকন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দেলওয়ার হোসেন দেলওয়ার ও আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল কয়েস।
Leave a Reply