নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সিলেটে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির চলমান আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২ ঘণ্টাব্যাপী সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন এবং পরে স্মারকলিপি পেশ করা হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি এ এইচ এম ইসরাইল আহমদের সভাপতিত্বে ও সচিব শমশের আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, সদস্য তাহমিনা পারভীন, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক আতিকুর রহমান, বাশিসের যুগ্ম প্রচার সচিব সাজিদ মিয়া, মহানগর সভাপতি আহমদ আলী ও সচিব জিয়াউর রহমান সহ অন্যান্য নেতা।
Leave a Reply