সুনামগঞ্জ প্রতিনিধি : বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর বাস্তবায়ন এবং সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরাজমান সমস্যাবলী সমাধানের দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকরা সুনামগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সোমবার সকালে বাংলাদশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি হাফিজ মাসহুদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, শিক্ষক নেতা ঝলক রঞ্জন তালুকদার, ইসমাইল হাসান, ফরিদা ইয়াসমিন, সুতপা রানী সরকার ও ইলি রানী বৈষ্ণব।
পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসক আব্দুল আহাদের কাছে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপি তুলে দেন।
Leave a Reply