রাজীব দেব রায় রাজু, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর স্টেডিয়ামে অস্থায়ীভাবে বসানো বাজারে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। এতে ক্রেতা-বিক্রেতাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
‘করোনা’ পরিস্থিতির কারণে উপজেলা সদরে জনসমাগম ঠেকাতে স্থানীয় প্রশাসন সবজি, মাছ, চাল, পান ও সুপারি বাজার মাধবপুর স্টেডিয়ামে সরিয়ে নেয়। ব্যবসায়ীরা সেখানে পলিথিন ও বাঁশ দিয়ে অস্থায়ী দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করেন; কিন্তু বৃষ্টি শুরু হওয়ামাত্র তারা দারুণ বিপাকে পড়েছেন। কারণ সামান্য বৃষ্টি হলেই সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ব্যবসায়ীরা জানান, মুদি দোকানগুলো বাজারে রয়ে গেছে। অনেক সবজি বিক্রেতাও বাজারে লুকিয়ে সবজি বিক্রি করেন। তাই স্টেডিয়ামের অস্থায়ী বাজারে ক্রেতাদের উপস্থিতি এমনিতেই কম। তারউপর স্টেডিয়ামের যে অবস্থা তাতে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।
তারা মনে করেন, স্টেডিয়ামের পরিবর্তে সোনাই নদীর পারে নির্মিত রাস্তায় বাজারটি স্থানান্তর করা হলে যেমনি ব্যবসায়ীদের তেমনি ক্রেতাদেরও উপকার হবে।
Leave a Reply