মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সাংবাদিকরা সভা করেছেন।
শনিবার, ৩১ আগস্ট বিকেলে মাধবপুর প্রেসক্লাবে কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাধবপুর প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল খান, আবুল খায়ের, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, শামীম চৌধুরী, কে এম সামসুল হক, জামাল মো আবু নাছের ও অন্যরা।
বক্তার প্রেসক্লাবে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে একদল দুর্বত্ত মাধবপুর প্রেসক্লাবে হামলা চালায় ও ভাংচুর করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা প্রেসক্লাবের আসবাবপত্রগুলো বাইরে রাস্তায় নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়।
Leave a Reply