মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে অফিসার্স ক্লাবে সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র হাবিবুর রহমান মানিক ৪১ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৯৭২ টাকার নতুন বাজেট ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর সচিব আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া পৌরএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, প্রত্যেক এলাকার সমস্যা সমাধানে সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। একটি পার্ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। পৌর এলাকায় বসবাসকারী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
Leave a Reply