রাজীব দেব রায় রাজু, মাধবপুর : সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচন শনিবার। এতে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে ভোটের আগেই মেয়র প্রার্থীদের মধ্যে শুরু হয়ে গেছে অন্যরকম লড়াই। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শ্রীধাম দাশ গুপ্তকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করার ঘটনার পর থেকে নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। শক্ত অবস্থান নিয়েছে প্রশাসন। নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত একটানা। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন, বিএনপির হাবিবুর রহমান মানিক (ধানের শীষ), আওয়ামী লীগের শ্রীধাম দাশ গুপ্ত (নৌকা), শাহ মোহাম্মদ মুসলিম (জগ) ও পংকজ কুমার সাহা (নারিকেল গাছ)।
চার জন প্রার্থীরই শক্ত অবস্থান রয়েছে। তাই শেষ মুহুর্ত পর্যন্ত বলা যাচ্ছে না কে হচ্ছেন মাধবপুর পৌরসভার মেয়র। এর আগে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বর্তমান মেয়র হিরেন্দ্র লাল সাহা দুইবার মেয়র নির্বাচিত হন। এবার তার ছোট ভাই পংকজ কুমার সাহা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাদের একটি ভোট ব্যাংক রয়েছে।
অপরদিকে হাবিবুর রহমান মানিক বিএনপির একক প্রার্থী হিসাবে রয়েছেন সুবিধাজনক অবস্থানে। তার রয়েছে গোষ্ঠী প্রভাব, যা বাড়তি সুবিধা বলে বিবেচিত হচ্ছে।
এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। এবারের নির্বাচনে শ্রীধাম দাশ গুপ্ত দলীয় মনোনয়ন পেয়েছেন। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। অনেক নেতা মাধবপুরে এসে জনসভা করে তার জন্য ভোট চেয়েছেন।
শাহ মোহাম্মদ মুসলিম আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তিনিও বেশ সুবিধাজনক অবস্থানে আছেন।
মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকবে।
Leave a Reply