মাধবপুর প্রতিনিধি : ‘করোনা’ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জের মাধবপুর পৌরসভাকে রেড জোন ঘোষণা করে ১৪ দিনের জন্যে লকডাউন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক থেকে সতর্কতামূলক একটি পোস্ট দেওয়া হয়েছে। এছাড়া পৌরবাসীকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিংও করা হয়েছে।
পৌরসভার ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে তা কার্যকর হয়। আগামী ২ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
এসময় সকল প্রকার দোকানপাট এমনকি ফুটপাতের দোকানও বন্ধ থাকবে। কেবলমাত্র সীমিত আকারে খোলা রাখা যাবে কাঁচাবাজার ও মুদি দোকান। এগুলো শুক্র, শনি, সোম ও বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। ঔষধের দোকান, হাসপাতাল, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কোভিড ১৯ মোকাবেলায় পরিচালিত ব্যাংকিং সেবা লকডাউনের বাইরে থাকবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন জানান, শুক্রবার বিকেল পর্যন্ত মাধবপুরে ‘করোনা’ আক্রান্ত হয়েছেন ২২ জন। এরমধ্যে পৌরসভায়ই ১১ জন। একারণেই পৌরসভাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
Leave a Reply