মাধবপুর প্রতিনিধি : মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে বাস মালিকদের ডাকা ধর্মঘটের কারণে দ্বিতীয় দিনে ঢাকা- সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে কোন বাস চলাচল করেনি।
তবে মহাসড়কে দুপুরের পর ঢাকা থেকে সিলেটগামী কিছু বাস চলাচল করে; কিন্তু হবিগঞ্জ ও মাধবপুর থেকে সিলেটের উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি। সিলেট থেকেও কোন বাস মাধবপুরে প্রবেশ করেনি।
অবশ্য দ্বিতীয় দিনেও মহাসড়কে মাইক্রোবাস, প্রাইভেট কার ও অটোরিকশা চলাচল করে; কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যাওয়ার জন্য অনেক নেতাকর্মী শুক্রবার থেকেই মহাসড়কে ভিড় করেন; কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় অনেকে বিকল্প উপায়ে ট্রেনে ও মাইক্রোবাসে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন।
Leave a Reply