মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানায় বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেনকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন ও নতুন ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাককে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে থানার সভাকক্ষে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মো নাজিম উদ্দিন।
থানার উপ পরিদর্শক ফজলে রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার-ভূমি মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা সুকোমল রায়, তাজুল ইসলাম, শাহ মোহাম্মদ সেলিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আপন মিয়া, ফারুক পাঠান, আরিফুর রহমান আরিফ, ইন্সপেক্টর গোলাম মোস্তফা, উপ পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান ও সাংবাদিক রোকন উদ্দিন লস্কর।
Leave a Reply