র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারের বড়লেখা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিকেলে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে এএসপি সোমেন মজুমদার সহ অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার চৌমোহনী উত্তর বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী আব্বাস উদ্দিন সুজনকে ১০৮ বোতল ফেন্সিডিল ও ২টি মোবাইল সহ গ্রেফতার করা হয়।
এছাড়া রাতে র্যাব-৯ এর উপ অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন সহ সদর কোম্পানির একটি দল বড়লেখা উপজেলার বড়াইল এলাকা থেকে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৭৮০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
Leave a Reply