হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান আতিক। প্রধান বক্তা ছিলেন সাংসদ ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য আহমেদ রিয়াজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি ওয়াহাব মিয়া, পৌর সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবসংহতির সভাপতি ফকির কায়ছার আহমেদ, জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক রজব আলী, বিজয়নগর উপজেলা সাধারণ সম্পাদক এমদাদ বারী, কবির ভূঁইয়া, পৌর সাংগঠনিক সম্পাদক আবুল বশর, উপজেলা যুবসংহতির নেতা অলিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথি আতিকুর রহমান আতিক বলেন, ইসলামের প্রকৃত সেবক হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন।
Leave a Reply