হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সংগঠনের একাংশ।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ ভবনের সামনে এই বিক্ষোভ করা হয়।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধও করা হয়। আধঘণ্টা পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
বিক্ষোভকালে বক্তারা বলেন, অবৈধ সুবিধা পেয়ে পকেট কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। এতে বয়স উত্তীর্ণ সাবেক ছাত্রদল নেতাকে সভাপতি এবং এলাকায় চোর ও মাদকসেবী হিসেবে পরিচিত একজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা কোনভাবেই এ কমিটি মেনে নেবে না।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শান্ত, আতাউস সামাদ বাবু, মনির হোসেন ও অলিউর রহমান শিমুল।
Leave a Reply