মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৮ মাসে বিজিবির অভিযানে ৩২ লাখ টাকার মাদকদ্রব্য ও ২৮ লাখ টাকার চোরাচালানের মালামাল আটক হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মনতলা সীমান্ত ফাঁড়িতে ৫৫ বিজিবির অধিনায়ক লে কর্নেল এম জাহিদুর রশীদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
তিনি জানান, ৫৫ বিজিবির আওতাধীন এলাকায় ২০১৯ সালে গুলি বিনিময়ের কোন ঘটনা ঘটেনি। চুনারুঘাটে ৪০ একর জমি আছে, যেখানে ভারতীয়দের আপত্তির কারণে বাংলাদেশী কৃষকরা চাষাবাদ করতে পারছিলেন না। গত এপ্রিলের দিকে বিজিবি-বিএসএফ বৈঠকে বিষয়টির নিষ্পত্তি হয়েছে। এখন সেই জমিতে আমাদের কৃষকরা চাষাবাদ করতে পারছেন।
লে কর্নেল এম জাহিদুর রশীদ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে সীমান্তে অপরাধ রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থি ছিলেন সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন রনি, আইয়ুব খান ও সাব্বির হাসান।
Leave a Reply