মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সারাদিন বুল্লা, আন্দিউড়া ও বাঘাসুরা ইউনিয়নের ৭ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে শুকনা খাবার ও জরুরি ঔষধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহামেদ পারুল, আন্দিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মিজানুর রহমান, ধর্মঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জিতু , ইউপি সদস্য আশিকুর রহমান মামুন, নাছির উদ্দিন খোকন, সোহরাব উদ্দিন, মুখলেছুর রহমান, নারী সদস্য রোকেয়া বেগম ও লিজা সুলতানা।
Leave a Reply