মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার খোলা রাখায় ও বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
এছাড়া একটি ডায়গনস্টিক সেন্টার ও একটি ডেন্টাল ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করা দেওয়া হয়েছে।
সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিনের নেতৃত্বে মাধবপুর পৌর এলাকার প্রাইম হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার ও তিতাস শিশু জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নির্দেশ দেওয়ার পরও খোলা রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দুপুরে মনতলা বাজারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় নুসরাত জেনারেল হাসপাতাল, শাহজালাল ডায়গনস্টিক সেন্টার ও মিজান ডেন্টাল ক্লিনিককে ৫ হাজার টাকা করে আরও মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শাহজালাল ডায়গনস্টিক সেন্টার ও মিজান ডেন্টাল ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
Leave a Reply