মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি মসজিদে টানা ২২ বছর ইমামতি করছেন হাফেজ ক্বারী নাছির উদ্দিন। পাশাপাশি ছড়িয়েছেন ধর্মীয় শিক্ষার আলো। বিশেষ করে যুবকদের মধ্যে ধর্মীয় শিক্ষার আগ্রহ সৃষ্টি করেছেন তিনি। এই দীর্ঘ কর্মজীবন আর ধর্মীয় শিক্ষার প্রসারে তার অবদান নজির সৃষ্টি করেছে। তাই এলাকার যুবকরা তাকে মোটরসাইকেল উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশের অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন।
হাফেজ ক্বারী নাছির উদ্দিন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও রিয়াজনগর দারুস সালাম সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার ধর্মীয় শিক্ষক। শনিবার, ১৯ আগস্ট বিকেলে তার হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের যুবক শামসুল আলম পাভেলের উদ্যোগে একদল যুবক নিজেদের টাকায় মোটরসাইকেল কিনে হাফেজ ক্বারী নাছির উদ্দিনকে উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন রিয়াজনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মোজাম্মেল হায়দার, রিয়াজনগর দারুস সালাম সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, মোয়াজ্জিম নূরুজ মিয়া, যুবক সামিন ফারারী সুমন, হারুন, মাসুম, সাব্বির, ইসমাইল, রুমেল, স্বাধীন, পাভেল হোসেন পাপন, মাসুক, শামীম ও রুবেল সহ অন্যরা।
Leave a Reply