মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রত্যন্ত এলাকার দুইটি প্রাথমিক বিদ্যালয়ের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মা সমাবেশেরও আয়োজন করা হয়।
শনিবার দুপুরে উপজেলার বরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবিদুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া। প্রধান শিক্ষক কামরুজামান কামালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক আক্তার হোসেন মনির, ইউনিয়ন পরিষদ সদস্য সেলিনা আক্তার ও যুবলীগ নেতা মুসলে উদ্দিন ভূঁইয়া শিপন।
একই দিন বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝেও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
Leave a Reply