মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কর্মহীন ১৬৫টি পরিবারে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ত্রাণ বিতরণ করেছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার প্রেরিত এই ত্রাণসামগ্রী হরিণখোলা, মনতলা ও রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় মঙ্গলবার বিতরণ করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী এই ত্রাণ বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী ও চৌমোহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
লে কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী ‘করোনা’ সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
Leave a Reply