মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সোনাই নদীতে একটি নৌকা থেকে ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ ও আতশবাজি আটক করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর নির্দেশে সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন ও মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান একদল পুলিশ নিয়ে উপজেলা সদর এলাকায় সোনাই নদীতে একটি নৌকায় তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ আতশবাজি আটক করেন।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝিসহ ৪/৫ জন চোরাকারবারি পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ ও আতশবাজির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
ওসি কে এম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
Leave a Reply