মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক মজিবুর রহমান বাহার। এছাড়াও শিক্ষক আইনুল ইসলাম মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি রুহুল আমিন সহ অন্যরা।