হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে ১ হাজার ১শ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে কালিকাপুর বাজারে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন একাডেমি প্রাঙ্গণে জিএস সোয়েটার ও সায়হাম সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আব্দুস শহীদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দ প্রিন্স, মশিউর রহমান মুর্শেদ, ময়নুল ইসলাম ও কপিল আহমেদ।
প্রধান অতিথি সৈয়দ সাজ্জাদ আহমেদ জানান, এলাকার বেকার যুবক-যুবতীদের জন্যে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান। এজন্য নতুন আরো একটি শিল্প-কারখানা গড়ে তুলবেন। সেখানে ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
Leave a Reply