মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে হোম কোয়ারেন্টিনে না থাকায় এক ওমান প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে সহকারী কমিশনার-ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মঙ্গলপুর গ্রামে অভিযান চালিয়ে প্রবাসী জসিম মিয়ার এই জরিমানা করেন।
সহকারী কমিশনার আয়েশা আক্তার জানান, মঙ্গলপুর গ্রামের আব্দুল মোবারক মিয়ার ছেলে জসিম মিয়া ১৭ মার্চ ওমান থেকে দেশে আসেন; কিন্তু সরকারি নির্দেশনা অনুসারে হোম কোয়ারেন্টিনে না থেকে তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছিলেন।
তাকে হোম কোয়ারেন্টিনে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply